Trending

ঝুঁকিপূর্ণ আইকন অ্যাপ ব্যবহার বন্ধ করুন| Eyecon App Delete Contact Information | TechSohag.Com

Flash Sms Message এবং End Call Notification বন্ধ করার সহজ পদ্ধতি | How to Turn Off End Call Notification

পাব‌লিটার ব্লগার টে‌ম‌প্লেট প্রিমিয়াম ভার্ভসন ফ্রী ডাউনলোড | Publister Blogger Template Premium Version Free Download

১৫০টি বাংলা ফন্ট zip ফাইল ডাউনলোড করে নিন| Pixellab Bangla Font Download

Blogger Blank Template Download| ব্লগার ব্লাঙ্ক টেমপ্লেট তৈরি | How To Create A Blogger Template

ব্লগার বাংলা তা‌রিখ ও সম‌য়ের কোড | Blogger Bangla Calendar HTML code

গাড়ির নাম্বার প্লেট ও প্লেটে ব্যবহৃত বর্ণমালার অর্থ সমূহ

ঘরে বসে ভিসা চেক | ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক| Visa Check With Passport Number

ব্লগারে ফেভিকন আইকন পরিবর্তন | Blogger Favicon Icon Change

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২৫ | Driving License Online Apply 2025

বাংলাদেশী জন‌প্রিয় ও‌য়েবসাই‌টের মা‌সিক আয় কত? জান‌লে অবাক হ‌য়ে যা‌বেন! | TECHSHOHAG.COM

কোন ওয়েবসাইট থেকে টাকা আয় করা যায় ফেসবুক থেকে কত টাকা আয় করা যায় টাকা ইনকাম করার ওয়েবসাইট 2021 বয়স ১৮ থেকে ৩০ সেরা ইনকাম বাংলা ওয়েবসাইট থেকে আয় টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে

প্রান‌প্রিয় বন্ধুরা, সবাই কেমন আ‌ছেন। আজ‌কে আবার আপনা‌দের সা‌থে শেয়ার কর‌তে যাচ্ছি বাংলাদেশ থেকে ভিজিট হওয়া জনপ্রিয় ওয়েবসাইটগুলির লিস্ট এলেক্স ক্রম অনুযায়ী তাদের দৈনিক ভিজিটর, মাসিক আয়, ট্রাফিক উৎসের শতকরা % এলেক্স গ্লোবাল ও লোকাল র‍্যাঙ্কসহঃ-

১। Kalerkantho.com - কালেরকন্ঠ

কা‌লেরক‌ন্ঠের ভিজিটর ১২% গুগল সার্চ, ৫% ফেসবুক থেকে আসে।  এলেক্স গ্লোবাল র‍্যাঙ্ক অনুযায়ী এর র‍্যাঙ্ক ১,৪৫০ এবং বাংলাদেশ র‍্যাঙ্ক ৬ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ৬ষ্ঠ নম্বরে আছে। এর উপরে রয়েছে গুগল, ফেসবুক, ইয়াহু, গুগল বাংলাদেশ ইত্যাদি।

কালেরকন্ঠের ভিজিটর ও আয়:

ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ৭.৫ লাখ।

ডেইলি পেইজ ভিউ: প্রায় ২৫ লাখ।

প্রতি ভিজিটর সাইটে অবস্থান করে: প্রায় গড়ে ২মিনিট।

মাসিক গড় আয় (সম্ভাব্য): প্রায় ১১লাখ ৫০ হাজার টাকা।


২। bd24live.com - বিডি২৪লাইভ

 বি‌ডি ২৪লাইভ ওয়েবসাইটের ভিজিটর ৫% গুগল সার্চ, ২০% ফেসবুক, ৩% ইউটিউব থেকে আসে। এলেক্স গ্লোবাল র‍্যাঙ্ক অনুযায়ী এর র‍্যাঙ্ক ২,৫৬৪ এবং বাংলাদেশ র‍্যাঙ্ক ৭ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ৭ম নম্বরে আছে। এর উপরে রয়েছে গুগল, ফেসবুক, ইয়াহু, গুগল বাংলাদেশ, কালেরকন্ঠ ইত্যাদি।

বিডি২৪লাইভ ভিজিটর ও আয়:

ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ৩ লাখ ৩০হাজার।

ডেইলি পেইজ ভিউ: প্রায় ৯ লাখ+।

প্রতি ভিজিটর সাইটে অবস্থান করে: প্রায় গড়ে ৩মিনিট+।

মাসিক গড় আয় (সম্ভাব্য): প্রায় ৮লাখ ৫০ হাজার টাকা।


৩। prothom-alo.com - প্রথমআলো

Alex গ্লোবাল র‍্যাঙ্ক অনুযায়ী এর র‍্যাঙ্ক ১,৮০০ এবং বাংলাদেশ র‍্যাঙ্ক ৯ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ৯ম নম্বরে আছে। এর উপরে রয়েছে গুগল, ফেসবুক, ইয়াহু, গুগল বাংলাদেশ ইত্যাদি। এ ওয়েবসাইটের ভিজিটর ১৭% গুগল সার্চ, ১১% ফেসবুক, ৫% ইউটিউব থেকে আসে। এখানে বাংলাদেশে গুগল, ফেসবুক এর পর সবচেয়ে জনপ্রিয় বাংলা ওয়েবসাইট হল প্রথম আলো।

প্রথমআলো ভিজিটর ও আয়:

ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ১৫ লাখ।

ডেইলি পেইজ ভিউ: প্রায় ৪০ লাখ+।

প্রতি ভিজিটর সাইটে অবস্থান করে: প্রায় গড়ে ৮মিনিট+।

মাসিক গড় আয় (সম্ভাব্য): প্রায় ২০লাখ ৩০ হাজার টাকা।


৪। daraz.com.bd - দারাজ

Daraz এলেক্স গ্লোবাল র‍্যাঙ্ক অনুযায়ী এর র‍্যাঙ্ক ৪ হাজার এবং বাংলাদেশ র‍্যাঙ্ক ১০ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ১০ম নম্বরে আছে। এর উপরে রয়েছে গুগল, ফেসবুক, ইয়াহু, কালের কন্ঠ, প্রথম আলো, বিডি২৪লাইভ । এ ওয়েবসাইটের ভিজিটর ১০% গুগল সার্চ, ০.৫% ফেসবুক থেকে আসে।

দারাজ ভিজিটর ও আয়:

ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ২ লাখ+।

ডেইলি পেইজ ভিউ: প্রায় ৩.৫ লাখ।

প্রতি ভিজিটর সাইটে অবস্থান করে: প্রায় গড়ে ১মিনিট।

মাসিক গড় আয় (সম্ভাব্য): প্রায় ৪লাখ ৫০ হাজার টাকা।


আরও পড়ুন: ঝুঁকিপূর্ণ আইকন অ্যাপ ব্যবহার বন্ধ করুন| Eyecon App Delete Contact Information 


৫। bdjobs.com - বিডিজবস

BDজবস.Com এলেক্স গ্লোবাল র‍্যাঙ্ক অনুযায়ী এর র‍্যাঙ্ক ৪,৭৯৬ এবং বাংলাদেশ র‍্যাঙ্ক ১২ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ১২ নম্বরে আছে। এর উপরে রয়েছে গুগল, ফেসবুক, ইয়াহু, প্রথম আলো, বিডি২৪লাইভ, কালেরকন্ঠ, দারাজ ইত্যাদি। এ ওয়েবসাইটের ভিজিটর ৩০% গুগল সার্চ, ১১% ফেসবুক, ৫% ইউটিউব, ৩% ইয়াহু থেকে আসে।

বিডিজবস ভিজিটর ও আয়:

ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ৭ লাখ+।

ডেইলি পেইজ ভিউ: প্রায় ২০ লাখ।

প্রতি ভিজিটর সাইটে অবস্থান করে: প্রায় গড়ে ৭মিনিট।

মাসিক গড় আয় (সম্ভাব্য): প্রায় ৪লাখ ৫০ হাজার টাকা।


৬। bd-pratidin.com - বিডি প্রতিদিন

এটি একটি জনপ্রিয় বাংলা নিউজ ওয়েবসাইট। এলেক্স গ্লোবাল র‍্যাঙ্ক অনুযায়ী এর র‍্যাঙ্ক ৩হাজার এবং বাংলাদেশ র‍্যাঙ্ক ১৩ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ১৩ নম্বরে আছে।  এ ওয়েবসাইটের ভিজিটর ১১% গুগল সার্চ, ৫% ফেসবুক থেকে আসে।

 বিডি প্রতিদিন ভিজিটর ও আয়:

ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ৪.৫ লাখ।

ডেইলি পেইজ ভিউ: প্রায় ৭ লাখ।

প্রতি ভিজিটর সাইটে অবস্থান করে প্রায় গড়ে ৯মিনিট এর বে‌শি।

মাসিক গড় আয় (সম্ভাব্য): প্রায় ৫লাখ ৯০ হাজার টাকা।


৭। zoombangla.com - জুমবাংলা

Alex Global Rank অনুযায়ী এর র‍্যাঙ্ক ৫,১৭৯ এবং বাংলাদেশ র‍্যাঙ্ক ১৪ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ১৪ নম্বরে আছে। অনলাইন জনপ্রিয় একটি নিউজ ওয়েবসাইট এটি। এ ওয়েবসাইটের ভিজিটর ৯% গুগল সার্চ, ৩% ফেসবুক থেকে আসে।

জুমবাংলা ভিজিটর ও আয়:

ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ২ লাখ।

ডেইলি পেইজ ভিউ: প্রায় ৭ লাখ।

প্রতি ভিজিটর সাইটে অবস্থান করে প্রায় গড়ে ৭মিনিট এর ম‌তো।

মাসিক গড় আয় (সম্ভাব্য): প্রায় ১লাখ ৬০ হাজার টাকা।


৮। teletalk.com.bd - টেলিটক

টে‌লিটক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট টেলিকম কোম্পানির ওয়েবসাইটের মধ্যে।  এলেক্স গ্লোবাল র‍্যাঙ্ক অনুযায়ী এর র‍্যাঙ্ক ৬,৩৭৩ এবং বাংলাদেশ র‍্যাঙ্ক ১৫ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ১৫ নম্বরে আছে। এ ওয়েবসাইটের ভিজিটর ৩০% গুগল সার্চ, ৫% ফেসবুক, ৩% ইউটিউব, ৫% বিভিন্ন সরকারি ওয়েবসাইট থেকে আসে।


টেলিটক ভিজিটর ও আয়:

ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ৩.৫ লাখ।

ডেইলি পেইজ ভিউ: প্রায় ৮ লাখ।

প্রতিজন ভিজিটর সাইটে অবস্থান করে প্রায় গড়ে ১০ মিনিট ক‌রে।

মাসিক গড় আয় (সম্ভাব্য): ***।


৯। grameenphone.com - গ্রামিনফোন

Gp এলেক্স গ্লোবাল র‍্যাঙ্ক অনুযায়ী এর র‍্যাঙ্ক ৬,৬৪০ এবং বাংলাদেশ র‍্যাঙ্ক ১৮ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ১৮ নম্বরে আছে। টেলিটকের পর সবচেয়ে প্রিয় ওয়েবসাইট টেলিকম কোম্পানির ওয়েবসাইটের মধ্যে। এ ওয়েবসাইটের ভিজিটর ৩০% গুগল সার্চ, ১০% ফেসবুক, ৬ ইউটিউব, ৩% ইয়াহু থেকে আসে।


গ্রামিনফোনের ভিজিটর ও আয়:

ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ৩.৩ লাখ।

ডেইলি পেইজ ভিউ: প্রায় ৭ লাখ।

প্রতি‌টি ভিজিটর  এই সাই‌টে অবস্থান করে প্রায় গড়ে ৭মিনিট করে।

মাসিক গড় আয় (সম্ভাব্য): ***।


১০। jagonews24.com - জাগোনিউজ২৪

এ‌টি গ্লোবাল র‍্যাঙ্ক অনুযায়ী এর র‍্যাঙ্ক ৪,৯৯৬ এবং বাংলাদেশ র‍্যাঙ্ক ১৯ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ১৯ নম্বরে আছে। এটি একটি জনপ্রিয় অনলাইন বাংলা নিউজ ওয়েবসাইট । এ ওয়েবসাইটের ভিজিটর ১২% গুগল সার্চ, ৬% ফেসবুক, ২% ইয়াহু থেকে আসে।

জাগোনিউজ২৪-এর ভিজিটর ও আয়:

ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ২.৩ লাখ।

ডেইলি পেইজ ভিউ: প্রায় ৬ লাখ।

প্রতিটি ভিজিটর সাইটে অবস্থান করে প্রায় গড়ে ৮মিনিট এর মতো।

মাসিক গড় আয় (সম্ভাব্য): প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।



আজ‌কের বাংলাদেশী জন‌প্রিয় ও‌য়েবসাই‌টের মা‌সিক আয় কত? লিস্টে গুগল, ফেসবুক, ইয়াহু ও কিছু ব্লু ফির্ল্ম ওয়েবসাইট বাদ দিয়ে সাজানো হয়েছে। শুধুমাত্র লোকাল ওয়েবসাইটের লিস্ট দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনা‌কে । 
Previous Post Next Post

Contact Form